মাদানী আকা ﷺ এর ক্ষমা প্রদর্শনের অনুপম দৃষ্টান্ত
হযরত সায়্যিদুনা আনাসرَضِىَ اللهُ تَعَالٰى عَنْهُ থেকে বর্ণিত, তিনি বলেন: একদা
আমি নবী করীম, রউফুর
রহীম
صَلَّی اللّٰہُ تَعَالٰی عَلَیْهِ وَاٰلِہٖ وَسَلَّم এর
সাথে কোথাও যাচ্ছিলাম,আর
তিনি
صَلَّی اللهُ تَعَالٰی عَلَیْهِ وَاٰلِہٖ وَسَلَّم একটি
নজরানি চাদর পরিধান করেছিলেন
যার আঁচল মোটা ও
অমসৃন ছিল। হঠাৎ
এক বেদুঈন (অর্থাৎ আরবের গ্রাম্য
লোক)
তাঁর صَلَّی اللهُ تَعَالٰی عَلَیْهِ وَاٰلِہٖ وَسَلَّ চাদর
মোবারক ধরে এমন জোরে
টান দিল যার ফলে
রাসুলে করীম صَلَّی اللهُ تَعَالٰی عَلَیْهِ وَاٰلِہٖ وَسَلَّم এর গর্দান
মোবারকে চাদরের আঁচলের আঁচড়
পড়ে গিয়েছিল। সে
বেদুঈন বলল: আল্লাহ্ তাআলার
যে সম্পদ আপনার নিকট
আছে, আপনি আদেশ দিন
যাতে তা থেকে কিছু আমিও পাই।
রহমতে আলম صَلَّی
اللهُ تَعَالٰی عَلَیْهِ وَاٰلِہٖ وَسَلَّم তার দিকে ফিরলেন এবং
মুচকি হাসলেন। অতঃপর
তাকে কিছু মাল দেয়ার
জন্য আদেশ দিলেন।
(সহীহ বুখারী, ২য় খন্ড, ৩৫৯
পৃষ্ঠা, হাদীস নং- ৩১৪৯)