আপডেট
সম্পূর্ণ বিজ্ঞাপণমুক্ত সাইট। শিখুন-জানুন বিরক্তিছাড়া।
বাংলা ভাষায় অলাভজনক বৃহত্তম ইসলামিক ওয়েবসাইট বানানোর প্রত্যয়ে কাজ করে যাচ্ছে ইসলামী জীবন টিম। আসছে মোবাইল অ্যাপলিকেশন... সাইট www.islamijibon.net

রবিবার, ৩ জুন, ২০১৮

ইতিকাফের ফযিলত

ফয়যানে ইতিকাফ 
প্রিয় ইসলামী ভাইয়েরা! রমযানুল মুবারকের বরকত সম্পর্কে কি বলবো! এমনি তো রমযানের প্রতিটি মুহুর্ত রহমতে পরিপূর্ণ, প্রতিটি মুহুর্ত অশেষ বরকত দ্বারা সমৃদ্ধ রয়েছে। কিন্তু এ সম্মানিত মাসে শবে ক্বদর সর্বাপেক্ষা বেশী গুরুত্ব রাখে। সেটা পাবার জন্য আমাদের প্রিয় আকা মদীনা ওয়ালে মুস্তফা হযরত মুহাম্মদ صَلَّی اللّٰہُ  تَعَالٰی عَلَیْهِ  وَاٰلِہٖ وَسَلَّمপবিত্র মাহে রমযানের পুরো মাসও ই‘তিকাফ করেছেন। 

আর আখেরী দশদিনের ই‘তিকাফ তো হুযুর صَلَّی اللّٰہُ  تَعَالٰی عَلَیْهِ  وَاٰلِہٖ وَسَلَّم খুবই গুরুত্ব দিতেন। এমনকি একবার কোন বিশেষ সমস্যার কারণে হুযুর صَلَّی اللّٰہُ  تَعَالٰی عَلَیْهِ  وَاٰلِہٖ وَسَلَّم রমাযানুল মুবারকে ই‘তিকাফ করতে পারেন নি। তাই শাওয়ালুল মুকাররামের শেষ দশ দিন ই‘তিকাফ করেছিলেন। (সহীহ বোখারী, ১ম খন্ড, পৃষ্ঠা ৬৭১, হাদিস নং ২০৩১) 

এক বার সফরের কারণে হুযুর মাদিনার তাজেদার, উভয় জগতের সরদার, হযরত মুহাম্মদ صَلَّی اللّٰہُ  تَعَالٰی عَلَیْهِ  وَاٰلِہٖ وَسَلَّم ইতিকাফ করতে পারেননি। তাই হুযুর صَلَّی اللّٰہُ  تَعَالٰی عَلَیْهِ  وَاٰلِہٖ وَسَلَّم পরবর্তী রমযান শরীফে বিশ দিন ইতিকাফ করেছেন। (জামে তিরমিযী, ২য় খন্ড, ২১২ পৃষ্ঠা, হাদিস নং ৮০৩)


ই‘তিকাফ পুরাতন ইবাদত 
পূর্ববর্তী নবীদের উম্মতের মধ্যেও ই‘তিকাফের প্রচলন ছিলো। আল্লাহ তাআলা কোরআন মাজিদে ইরশাদ করেছেন। 

وَعَهِدْنَآ اِلٰى اِبْرٰهٖمَ وَاِسْمٰعِيْلَ اَنْ طَهِّرَا بِيْتِىَ لِلطَّآئِفِيْنَ وَالْعَكِفِيْنَ وَالرُّكَّعِ السُّجُودِ 

কানযুল ঈমান থেকে অনুবাদঃ এবং আমি তাগীদ করেছি ইব্রাহীম ও ইসমাঈলকে আমার ঘরকে পবিত্র করো তাওয়াফকারী, ইতিকাফকারী, রুকুকারী ও সাজদাকারীদের জন্য। (পারা ১, সূরা বাকারা, আয়াত ১২৫) 

মসজিদকে পরিস্কার রাখার হুকুম 
প্রিয় ইসলামী ভাইয়েরা! নামায ও ই‘তিকাফের জন্য কা‘বা শরীফের পবিত্রতা ও পরিচ্ছন্নতার জন্য খোদ কা‘বার মালিক আল্লাহ তাআলার পক্ষ থেকে হুকুম করা হচ্ছে। প্রসিদ্ধ মুফাস্সির হাকিমূল উম্মত হযরত মুফতী আহমদ ইয়ার খান رَحْمَةُ اللهِ تَعَالٰى عَلَيْهِ বর্ণনা করেন, বুঝা গেল যে, মসজিদ সমূহকে পবিত্র ও পরিস্কার রাখতে হবে। এতে ময়লা দুর্গন্ধযুক্ত বস্তু আনা যাবে না। এটা আম্বিয়ায়ে কেরামের সুন্নত। আরও বুঝা গেল যে, ইতিকাফ ইবাদত এবং পূর্বের উম্মতের নামাযের মধ্যে রুকু ও সিজদা উভয়টি ছিল। এটাও বুঝা গেল যে, মসজিদ সমূহের মোতাওয়াল্লী থাকা চাই এবং মোতাওয়াল্লী মুত্তাকি পরহিযগার হওয়া জরুরী। আরও আগে বলেছেন, তাওয়াফ, নামায, ইতিকাফ, খুবই পুরাতন ইবাদত। যা হযরত ইব্রাহীম عَلٰی نَبِیِّنَاوَعَلَیْہِ الصَّلوٰۃُ وَالسَّلام এর সময়কালেও ছিলো। (নুরুল ইরফান, পৃ-২৯)

পোস্ট শ্রেণি

অযু-গোসল-পবিত্রতা (12) আপডেট চলমান (25) আমাদের কথা ও অন্যান্য বিষয়াবলী (6) আমাদের প্রিয় নবী ﷺ (5) আরবি মাস ও ফযীলত (11) ইসলামী ইতিহাস ও শিক্ষনীয় ঘটনা (6) ইসলামী জীবন ও সুন্দর চরিত্র (4) ঈদ-কাযা-জানাযা-তারাবী-নফল ও অন্যান্য নামায (5) উত্তম আমল ও সাওয়াবের কাজ (4) কুরআন-তাফসীর ও হাদিস (16) কুরবানী (6) চিকিৎসা ও স্বাস্থ্য কথন (14) জিকির-দোআ-দুরূদ ও ফযীলত (8) নবী-সাহাবী ও আওলিয়াদের জীবনী (8) নামায (17) পর্দা ও লজ্জাশীলতা (16) ফয়যানে জুমা (3) বদ আমল ও গুনাহের কাজ (3) মওত-কবর-হাশর ও আযাব (12) মাসআলা-মাসাইল ও প্রশ্নোত্তর (15) মাসাইল (21) যাকাত-ফিতরা ও সদক্বাহ'র বিধান (1) রোযা/রমযানের বিধান ও ফযীলত (9) সুন্নাত ও আদব/ মাদানী ফুল (41) হজ্ব-ওমরাহ ও যিয়ারতে মদিনা (27)

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন