بِسۡمِ اللهِ الرَّحۡمٰنِ الرَّحِیۡمِ
আল্লাহ্র নামে আরম্ভ, যিনি পরম দয়ালু, করুণাময়।
اَلْحَمْدُ لِله رَبِّ الْعٰلَمِیْنَۙ(۱)
1:1 সমস্ত প্রশংসা আল্লাহর প্রতি, যিনি মালিক সমস্ত জগদ্বাসীর;
الرَّحْمٰنِ الرَّحِیْمِۙ(۲)
1:2 পরম দয়ালু, করুণাময়;
مٰلِكِ یَوْمِ الدِّیْنِؕ(۳)
1:3 প্রতিদান দিবসের মালিক।
اِیَّاكَ نَعْبُدُ وَ اِیَّاكَ نَسْتَعِیْنُؕ(۴)
1:4 আমরা তোমারই ইবাদত করি এবং তোমারই নিকট সাহায্য প্রার্থনা করি!
اِهْدِنَا الصِّرَاطَ الْمُسْتَقِیْمَۙ(۵)
1:5 আমাদেরকে সোজা পথে পরিচালিত করো!
صِرَاطَ الَّذِیْنَ اَنْعَمْتَ عَلَیْهِمْ (٦)
1:6 তাঁদেরই পথে, যাঁদের উপর তুমি অনুগ্রহ করেছো;
غَیْرِ الْمَغْضُوْبِ عَلَیْهِمْ وَ لَا الضَّآلِّیْنَ۠(۷)
1:7 তাদের পথে নয়, যাদের উপর গযব নিপতিত হয়েছে এবং পথভ্রষ্টদের পথেও নয়।
>>>'সূরা ফাতিহা' মক্কী সূরা। সূরাটির অবতরণক্রম-৫, কুরআনে বিন্যাস ক্রম-১। এ সুরায় ৭টি আয়াত, ২৭ টি পদ এবং ১৪০ টি বর্ণ রয়েছে।
>>>আরো সূরা দেখুন: সূরা ফীল, সূরা কুরাইশ, সূরা মাঊন, সূরা কাওছার, সূরা কাফিরূন, সূরা নাসর, সূরা লাহাব, সূরা ইখলাস, সূরা ফালাক, সূরা নাস, সূরা ত্বীন, সূরা ক্বদর, সূরা আসর, সূরা নাশরাহ।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন
Thanks for supporting.