আপডেট
সম্পূর্ণ বিজ্ঞাপণমুক্ত সাইট। শিখুন-জানুন বিরক্তিছাড়া।
বাংলা ভাষায় অলাভজনক বৃহত্তম ইসলামিক ওয়েবসাইট বানানোর প্রত্যয়ে কাজ করে যাচ্ছে ইসলামী জীবন টিম। আসছে মোবাইল অ্যাপলিকেশন... সাইট www.islamijibon.net

বৃহস্পতিবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৩

কেন ঈদে মিলাদুন্নবী ﷺ পালন করবেন?

 ১২ই রবিউল আওয়াল পবিত্র মিলাদুন্নবী صلى الله عليه وسلم


কুরআনের বাণী-
‘হে রসুল صلى الله عليه وسلم! আপনি বলুন, তোমরা আল্লাহর অনুগ্রহ ও তাঁর দয়া (ফজল ও রহমত) প্রাপ্ত হয়ে আনন্দ প্রকাশ কর। এটি উত্তম সেই সমুদয় থেকে যা তারা (আমল ও সম্পদ) সঞ্চয় করেছে।’ (সুরা ইউনুস-৫৮)।

অন্য এক আয়াতে বর্ণিত- আমি আপনাকে বিশ্বজগতের জন্য রহমতস্বরূপ প্রেরণ করেছি। ' (সুরা-২১ আল আম্বিয়া, আয়াত: ১০৭)।
এর দ্বারা বুঝা যায় সবচেয়ে বড় রহমত আমাদের নবী। নবীকে, নবীর নূরকে যেদিন পেয়েছি (প্রথম আয়াত অনুযায়ী) সেদিনটা সবচেয়ে বড় খুশির তথা ঈদের দিন বটে। আল্লাহর নির্দেশ, খুশি প্রকাশ করা।

সন্তান আল্লাহর রহমত, দয়া। সেটা তো শুধু একটি পরিবারের জন্য মাত্র। এই দয়া প্রাপ্তিতে পিতা-মাতা কত খুশি হয়। আর নবী صلى الله عليه وسلم তিনি তো সমগ্র জাহানের রহমত। সেই রহমত প্রাপ্তিতে খুশি হবো না কি নাখোশ হবো?

পোস্ট শ্রেণি

অযু-গোসল-পবিত্রতা (12) আপডেট চলমান (25) আমাদের কথা ও অন্যান্য বিষয়াবলী (6) আমাদের প্রিয় নবী ﷺ (5) আরবি মাস ও ফযীলত (11) ইসলামী ইতিহাস ও শিক্ষনীয় ঘটনা (6) ইসলামী জীবন ও সুন্দর চরিত্র (4) ঈদ-কাযা-জানাযা-তারাবী-নফল ও অন্যান্য নামায (5) উত্তম আমল ও সাওয়াবের কাজ (4) কুরআন-তাফসীর ও হাদিস (16) কুরবানী (6) চিকিৎসা ও স্বাস্থ্য কথন (14) জিকির-দোআ-দুরূদ ও ফযীলত (8) নবী-সাহাবী ও আওলিয়াদের জীবনী (8) নামায (17) পর্দা ও লজ্জাশীলতা (16) ফয়যানে জুমা (3) বদ আমল ও গুনাহের কাজ (3) মওত-কবর-হাশর ও আযাব (12) মাসআলা-মাসাইল ও প্রশ্নোত্তর (15) মাসাইল (21) যাকাত-ফিতরা ও সদক্বাহ'র বিধান (1) রোযা/রমযানের বিধান ও ফযীলত (9) সুন্নাত ও আদব/ মাদানী ফুল (41) হজ্ব-ওমরাহ ও যিয়ারতে মদিনা (27)

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন