বিভাগ সমূহ

সোমবার, ১১ মে, ২০২০

সূরা আল ফাতিহা (বঙ্গানুবাদ সহ)

بِسۡمِ اللهِ الرَّحۡمٰنِ الرَّحِیۡمِ
আল্লাহ্‌র     নামে     আরম্ভ,     যিনি     পরম      দয়ালু,   করুণাময়।

اَلْحَمْدُ لِله     رَبِّ الْعٰلَمِیْنَۙ(۱)
1:1 সমস্ত  প্রশংসা  আল্লাহর  প্রতি, যিনি  মালিক  সমস্ত  জগদ্বাসীর;

الرَّحْمٰنِ  الرَّحِیْمِۙ(۲)
1:2 পরম দয়ালু, করুণাময়;

مٰلِكِ  یَوْمِ  الدِّیْنِؕ(۳)
1:3 প্রতিদান দিবসের মালিক।

اِیَّاكَ نَعْبُدُ   وَ اِیَّاكَ نَسْتَعِیْنُؕ(۴)
1:4     আমরা     তোমারই    ইবাদত     করি     এবং তোমারই নিকট সাহায্য প্রার্থনা করি!


اِهْدِنَا  الصِّرَاطَ الْمُسْتَقِیْمَۙ(۵)
1:5 আমাদেরকে সোজা পথে পরিচালিত করো!

صِرَاطَ الَّذِیْنَ  اَنْعَمْتَ عَلَیْهِمْ  (٦)
1:6     তাঁদেরই       পথে,      যাঁদের      উপর     তুমি     অনুগ্রহ করেছো;

غَیْرِ الْمَغْضُوْبِ عَلَیْهِمْ وَ لَا الضَّآلِّیْنَ۠(۷)
1:7 তাদের    পথে    নয়,     যাদের       উপর     গযব নিপতিত হয়েছে এবং পথভ্রষ্টদের পথেও নয়। 


>>>'সূরা ফাতিহা' মক্কী সূরা। সূরাটির অবতরণক্রম-৫, কুরআনে বিন্যাস ক্রম-১। এ সুরায় ৭টি আয়াত, ২৭ টি পদ এবং ১৪০ টি বর্ণ রয়েছে।

>>>আরো সূরা দেখুন: সূরা ফীলসূরা কুরাইশসূরা মাঊনসূরা কাওছারসূরা কাফিরূনসূরা নাসরসূরা লাহাবসূরা ইখলাসসূরা ফালাকসূরা নাসসূরা ত্বীনসূরা ক্বদরসূরা আসরসূরা নাশরাহ

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

Thanks for supporting.