বিভাগ সমূহ

সোমবার, ১১ মে, ২০২০

সূরা কুরাইশ (বঙ্গানুবাদ সহ)

بِسۡمِ اللهِ الرَّحۡمٰنِ الرَّحِیۡمِ
আল্লাহ্‌র     নামে     আরম্ভ,     যিনি     পরম      দয়ালু,   করুণাময়।
لِاِیْلٰفِ      قُرَیْشٍۙ(۱)
106:1    এ    জন্য    যে,    ক্বোরাঈশকে    আকর্ষণ    প্রদান  করেছেন

اٖلٰفِهِمْ رِحْلَةَ  الشِّتَآءِ وَ الصَّیْفِۚ(۲)
106:2 তাদের শীতকাল ও গ্রীষ্মকাল উভয়ের সফরের মধ্যে আকর্ষণ প্রদান করেছেন। 

فَلْیَعْبُدُوْا رَبَّ هٰذَا الْبَیْتِۙ(۳)
106:3 তাই তাদের উচিত যেন তারা এ ঘরের ইবাদত করে,

الَّذِیْۤ اَطْعَمَهُمْ مِّنْ جُوْ عٍ لا وَّ اٰمَنَهُمْ مِّنْ خَوْفٍ۠(۴)
106:4      যিনি      তাদেরকে      ক্ষুধার্ত      অবস্থায়      আহার  দিয়েছেন এবং তাদেরকে এক বড় ভয় থেকে নিরাপত্তা দান করেছেন। 



>>>আরো সূরা দেখুন: সূরা ফাতিহাসূরা ফীল, সূরা মাঊনসূরা কাওছারসূরা কাফিরূনসূরা নাসরসূরা লাহাবসূরা ইখলাসসূরা ফালাকসূরা নাসসূরা ত্বীনসূরা ক্বদরসূরা আসরসূরা নাশরাহ

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

Thanks for supporting.