بِسۡمِ اللهِ الرَّحۡمٰنِ الرَّحِیۡمِ
আল্লাহ্র নামে আরম্ভ, যিনি পরম দয়ালু, করুণাময়।
اَرَءَیْتَ الَّذِیْ یُكَذِّبُ بِالدِّیْنِؕ(۱)
107:1 আচ্ছা, দেখুন তো! যে দ্বীনকে অস্বীকার করে,
فَذٰلِكَ الَّذِیْ یَدُعُّ الْیَتِیْمَۙ(۲)
107:2 সুতরাং সে হচ্ছে ওই ব্যক্তি, যে এতিমকে ধাক্কা দেয়।
وَ لَا یَحُضُّ عَلٰى طَعَامِ الْمِسْكِیْنِؕ(۳)
107:3 এবং মিসকীনকে আহার দেওয়ার প্রেরণা প্রদান করে না।
فَوَیْلٌ لِّلْمُصَلِّیْنَۙ(۴)
الَّذِیْنَ هُمْ عَنْ صَلَاتِهِمْ سَاهُوْنَۙ(۵)
107:5 যারা আপন নামাযকে ভুলে বসেছে,
الَّذِیْنَ هُمْ یُرَآءُوْنَۙ(۶)
107:6 ওই সব ব্যক্তি, যারা লোক দেখানো (ইবাদত) করে,
وَ یَمْنَعُوْنَ الْمَاعُوْنَ۠(۷)
107:7 এবং ব্যবহারের ছোটখাট সামগ্রী চাইলে দেয় না।
>>>আরো সূরা দেখুন: সূরা ফাতিহা, সূরা ফীল, সূরা কুরাইশ, সূরা কাওছার, সূরা কাফিরূন, সূরা নাসর, সূরা লাহাব, সূরা ইখলাস, সূরা ফালাক, সূরা নাস, সূরা ত্বীন, সূরা ক্বদর, সূরা আসর, সূরা নাশরাহ
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন
Thanks for supporting.