বিভাগ সমূহ

সোমবার, ১১ মে, ২০২০

সূরা আল তীন (বঙ্গানুবাদ সহ)

بِسۡمِ اللهِ الرَّحۡمٰنِ الرَّحِیۡمِ
আল্লাহ্‌র     নামে     আরম্ভ,     যিনি     পরম      দয়ালু,   করুণাময়।

وَ التِّیْنِ وَ الزَّیْتُوْنِۙ(۱)
95:1 ডুমুরের শপথ ও যায়তূনের, 

وَ طُوْرِ سِیْنِیْنَۙ(۲)
95:2 এবং সিনাই পর্বতের, 

وَ هٰذَا الْبَلَدِ الْاَمِیْنِۙ(۳)
95:3 এবং এ নিরাপদ শহরের- 

لَقَدْ خَلَقْنَا الْاِنْسَانَ فِیْۤ اَحْسَنِ تَقْوِیْمٍ٘(۴)
95:4  নিশ্চয়   আমি   মানুষকে  উৎকৃষ্ট  আকৃতিতে  সৃষ্টি  করেছি। 


ثُمَّ رَدَدْنٰهُ اَسْفَلَ سٰفِلِیْنَۙ(۵)
95:5 তারপর তাকে নিম্ন থেকে নিম্নতর অবস্থার দিকে ফিরিয়ে দিয়েছি- 

اِلَّا الَّذِیْنَ اٰمَنُوْا وَ عَمِلُوا الصّٰلِحٰتِ فَلَهُمْ   اَجْرٌ     غَیْرُ مَمْنُوْنٍؕ(۶)
95:6 কিন্তু যারা ঈমান এনেছে এবং সৎকাজ করেছে, তাদের জন্য অফুরন্ত প্রতিদান রয়েছে। 

فَمَا             یُكَذِّبُكَ  بَعْدُ بِالدِّیْنِؕ(۷)
95:7 অতঃপর এখন কোন জিনিস তোমার জন্য ন্যায় বিচারকে অস্বীকার করার কারণ হয়েছে? 

اَلَیْسَ اللّٰهُ        بِاَحْكَمِ الْحٰكِمِیْنَ۠(۸) 
95:8 আল্লাহ্‌ কি সকল বিচারকের চেয়ে শ্রেষ্ঠ বিচারক নন? 



কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

Thanks for supporting.