بسم اللهِ الرَّحۡمٰنِ الرَّحِیۡمِ
আল্লাহ্র নামে আরম্ভ, যিনি পরম দয়ালু, করুণাময়।
اَلَمۡ نَشۡرَحۡ لَکَ صَدۡرَکَ ۙ﴿۱﴾
94:1 আমি কি আপনার বক্ষ প্রশস্ত করি নি?
وَ وَضَعۡنَا عَنۡکَ وِزۡرَکَ ۙ﴿۲﴾
94:2 এবং আপনার উপর থেকে আপনার ওই বোঝা নামিয়ে নিয়েছি,
الَّذِیۡۤ اَنۡقَضَ ظَہۡرَکَ ۙ﴿۳﴾
94:3 যা আপনার পৃষ্ঠ ভেঙ্গেছিলো,
وَ رَفَعۡنَا لَکَ ذِکۡرَکَ ؕ﴿۴﴾
94:4 এবং আমি আপনার জন্য আপনার স্মরণকে সম্মুন্নত করেছি।
فَاِنَّ مَعَ الۡعُسۡرِ یُسۡرًا ۙ﴿۵﴾
94:5 সুতরাং নিশ্চয় কষ্টের সাথে স্বস্তি রয়েছে,
اِنَّ مَعَ الۡعُسۡرِ یُسۡرًا ؕ﴿۶﴾
94:6 নিশ্চয় কষ্টের সাথে স্বস্তি রয়েছে।
فَاِذَا فَرَغۡتَ فَانۡصَبۡ ۙ﴿۷﴾
94:7 অতএব, যখন আপনি নামায থেকে অবসর হবেন তখন দো’আর মধ্যে পরিশ্রম করুন,
وَ اِلٰی رَبِّکَ فَارۡغَبۡ ﴿۸﴾
94:8 এবং আপন রবের প্রতি মনোনিবেশ করুন।>>>আরো সূরা দেখুন: সূরা ফাতিহা, সূরা ফীল, সূরা কুরাইশ, সূরা মাঊন, সূরা কাওছার, সূরা কাফিরূন, সূরা নাসর, সূরা লাহাব, সূরা ইখলাস, সূরা ফালাক, সূরা নাস, সূরা ত্বীন, সূরা ক্বদর, সূরা আসর
ভাল উদ্যোগ
উত্তরমুছুন