বিভাগ সমূহ

বুধবার, ১৩ মে, ২০২০

সূরা আল নাশরাহ (বঙ্গানুবাদ সহ)

بسم اللهِ الرَّحۡمٰنِ الرَّحِیۡمِ 
আল্লাহ্‌র     নামে     আরম্ভ,     যিনি     পরম      দয়ালু,   করুণাময়।

اَلَمۡ نَشۡرَحۡ  لَکَ صَدۡرَکَ ۙ﴿۱﴾  
94:1 আমি কি আপনার বক্ষ প্রশস্ত করি নি?

وَ وَضَعۡنَا عَنۡکَ وِزۡرَکَ ۙ﴿۲﴾ 
94:2 এবং  আপনার উপর থেকে আপনার  ওই  বোঝা নামিয়ে নিয়েছি,

الَّذِیۡۤ  اَنۡقَضَ ظَہۡرَکَ ۙ﴿۳﴾ 
94:3 যা আপনার পৃষ্ঠ ভেঙ্গেছিলো,

وَ رَفَعۡنَا لَکَ ذِکۡرَکَ ؕ﴿۴﴾ 
94:4    এবং    আমি   আপনার   জন্য   আপনার   স্মরণকে সম্মুন্নত করেছি।


فَاِنَّ مَعَ الۡعُسۡرِ  یُسۡرًا ۙ﴿۵﴾ 
94:5 সুতরাং নিশ্চয় কষ্টের সাথে স্বস্তি রয়েছে,

اِنَّ مَعَ الۡعُسۡرِ  یُسۡرًا ؕ﴿۶﴾ 
94:6 নিশ্চয় কষ্টের সাথে স্বস্তি রয়েছে।

فَاِذَا  فَرَغۡتَ فَانۡصَبۡ ۙ﴿۷﴾ 

94:7   অতএব,    যখন    আপনি   নামায    থেকে   অবসর হবেন তখন দো’আর মধ্যে পরিশ্রম করুন,

وَ اِلٰی  رَبِّکَ فَارۡغَبۡ ﴿۸﴾ 
94:8 এবং আপন রবের প্রতি মনোনিবেশ করুন।


>>>আরো সূরা দেখুন: সূরা ফাতিহাসূরা ফীলসূরা কুরাইশসূরা মাঊনসূরা কাওছারসূরা কাফিরূনসূরা নাসরসূরা লাহাবসূরা ইখলাসসূরা ফালাকসূরা নাসসূরা ত্বীনসূরা ক্বদরসূরা আসর

1 টি মন্তব্য:

Thanks for supporting.