بِسۡمِ اللهِ الرَّحۡمٰنِ الرَّحِیۡمِ
আল্লাহ্র নামে আরম্ভ, যিনি পরম দয়ালু, করুণাময়।
قُلْ هُوَ اللّٰهُ اَحَدٌۚ(۱)
112:1 আপনি বলুন, ‘তিনি আল্লাহ্ তিনি এক,
اَللهُ الصَّمَدُۚ(۲)
112:2 আল্লাহ্ পরমুখাপেক্ষী নন;
لَمۡ یَلِدۡ ۬ۙ وَ لَمۡ یُوۡلَدۡ ۙ(۴)
112:3 না তাঁর কোন সন্তান আছে এবং না তিনি কারো থেকে জন্মগ্রহণ করেছেন,
وَ لَمْ یَكُنْ لَّهٗ كُفُوًا اَحَدٌ۠(۴)
112:4 এবং না আছে কেউ তাঁর সমকক্ষ হবার’।
>>>আরো সূরা দেখুন: সূরা ফাতিহা, সূরা ফীল, সূরা কুরাইশ, সূরা মাঊন, সূরা কাওছার, সূরা কাফিরূন, সূরা নাসর, সূরা লাহাব, সূরা ফালাক, সূরা নাস, সূরা ত্বীন, সূরা ক্বদর, সূরা আসর, সূরা নাশরাহ।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন
Thanks for supporting.