বিভাগ সমূহ

রবিবার, ৩১ ডিসেম্বর, ২০১৭

ইসলামী বই পাঠ প্রতিযোগিতা-২০১৭ এর সকল সেটের প্রশ্ন ও উত্তর

সংরক্ষনের জন্য ও সকলেই যাচাই করার জন্য আমাদের এবারের আয়োজনের সকল প্রশ্ন ও উত্তর ইসলামী জীবন ব্লগে পাবলিশ করা হলো। বইয়ের নাম ও পৃষ্ঠা সহ উল্লেখ করা হয়েছে। যারা মাসআলা গুলো জানেন না, ভুল উত্তর দিয়েছেন যার মানে দাঁড়ায় আপনি সেসকল মাসআলা জানেন না। তাদের প্রতি অনুরোধ, বিজয়ী হওয়া বাদ দিন, অন্তত মাসআলা গুলো শিখে নিন। কেননা, নবী করীম ﷺ বলেন "একটি মাসয়ালা শিক্ষা করা আমার মতে সারা রাত জেগে নফল নামাজ পড়ার চেয়েও উত্তম।"


প্রশ্ন সেট নং ১

১/ অযুর শুরুতে বিসমিল্লাহ'র সাথে দুরুদ শরীফ পাঠ করা...?
উত্তর: মুস্তাহাব। (নামাযের আহকাম, ১৩/২৮)

২/ মাকে এমন কোন কথাটি বলল, যার দরুন মৃত্যুর পর তার আকৃতি গাধার মত হয়ে গেল?
উত্তর: তুমি গাধার মত চিৎকার কর। (সামুদ্রিক গম্বুজ, ২০)

৩/ সিলেবাস অনুযায়ী- বয়স্কদের ফ্রি কোরআন শিক্ষা দানকারী প্রতিষ্ঠানের নাম কি?
উত্তর: মাদরাসাতুল মদীনা। (নামাযের আহকাম, ১৫৩/১০০)

৪/ পুলসিরাত তিনিই সহজে পার হতে পারবেন যিনি আল্লাহর... থাকেন। এখানে কি হবে?
উত্তর: ভয়ে প্রকম্পিত। (চার ভয়ঙ্কর স্বপ্ন, ১৯)

৫/ ২৮ টি কুফরী বাক্য বইটি নিতান্তই ছোট। এই বইটিতে আরো কুফরী বাক্য সম্পর্কে জানতে কোন কিতাবটি পড়ার পরামর্শ দেয়া হয়েছে?
উত্তর: কুফরীয়া কালেমাত কে বারে মে সুওয়াল জাওয়াব।  (২৮ টি কুফরী বাক্য, ১৩)

৬/ নামাযে আমীন উচ্চ আওয়াজে বলা কি?
উত্তর: মাকরূহে তানযীহি। (নামাযের আহকাম১৮২/১২৩)

৭/ যে একবার সমবেদনা জ্ঞাপন করেছে, সে পুনরায় সমবেদনা জ্ঞাপন করতে যাওয়া কি?
উত্তর: মাকরূহ। (নেক্কার হওয়ার উপায়, ২৮)

৮/ নিজের কৃত কর্মের আত্মসমালোচনা করার জন্য সিলেবাসে উল্লিখিত রিসালা (ছোট পুস্কিতা) এর নাম কি?
উত্তর: মাদানী ইনআমাত। (আমি সংশোধন হতে চাই, ১২)

৯/ দাসীর বর্ণনানুযায়ী- কতজনকে পুলসিরাতে উঠানো হয় এবং এর মধ্যে কতজন পুলসিরাত পার হতে সক্ষম হন এবং তিনি কে?
উত্তর: ৪ জন, ১ জন, হযরত ওমর বিন আবদুল আজিজ رَحْمَةُ اللهِ تَعَالٰى عَلَيْهِ (চার ভয়ঙ্কর স্বপ্ন- ১৬,১৭)

১০/ রওজা শরীফ যিয়ারত করার উদ্দেশ্যে গোসল করা...?
উত্তর: মুস্তাহাব। (নামাযের আহকাম, ৮৬/৬০)

১১/ যে আমার সুন্নাত থেকে চল্লিশটি হাদীস আমার উম্মতদের শিক্ষা দেবে, কিয়ামতের দিন আমি তাকে আমার ... অন্তর্ভূক্ত করে নেব। কিসের অন্তর্ভূক্ত?
উত্তর: শাফায়াতের। (চার ভয়ঙ্কর স্বপ্ন- ২৯)

১২/ ব্যস! আল্লাহর ঘরের তো সমস্ত রীতিই উল্টো। বাক্যটি কোন প্রকারের কুফরী বাক্যের উদাহরণ?
উত্তর: অভিযোগ ও আপত্তির সময় উচ্চারিত। (২৮ টি কুফরী বাক্য, ৬)


১৩/ অযুতে গলা মাসেহ করা...?
উত্তর: মাকরূহ। (নামাযের আহকাম, ১৪/৩০)

১৪/ সারীদ হুযুর পুরনূর ﷺ এর নিকট খুবই পছন্দনীয় ছিল। সারীদ দ্বারা কি বুঝানো হয়েছে?
উত্তর: তরকারীর ঝোলের মধ্যে ভিজানো রুটির টুকরা। (খাবারের ইসলামী পদ্ধতি, ১৯)

১৫/ যিনি সময়কে তরবারীর সাথে তুলনা করেছেন, তিনি কে?
উত্তর: ইমাম শাফেয়ী رَحْمَةُ اللهِ تَعَالٰى عَلَيْهِ (অমূল্য রত্ন, ১৬)

১৬/ মিসসী কি?
উত্তর: মহিলাদের মিসওয়াক। (মিসওয়াক শরীফের ফযীলত, ১২)

১৭/ সিজদার আয়াতের অনুবাদ পড়লে কি সিজদা দিতে হবে?
উত্তর: জ্বি। (তিলাওয়াতের ফযীলত, ১৬)

১৮/ তাসফীক কি?
উত্তর: ডান হাতের আঙ্গুলসমূহ বাম হাতের পিঠের উপর মারা। (নামাযের আহকাম, ২০০/১৩৬)

১৯/ তিন ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে না। দায়্যুস, পুরুষের বেশ ভূষা ধারিনী মহিলা, আরেকটি কি?
উত্তর: মাতা পিতাকে কষ্ট প্রদানকারী। (সামুদ্রিক গম্বুজ, ২৪)

২০/ দা'ওয়াতে ইসলামী ২০০ টিরও অধিক দেশে ইসলামের শাশ্বত বানী পৌঁছে দিতে নিরলস ভাবে প্রচেষ্টা করে যাচ্ছে। প্রশ্ন হচ্ছে, দা'ওয়াতে ইসলামীর মূল থিম/স্লোগান/উদ্দেশ্য কি?
উত্তর: আমাকে নিজের এবং সারা দুনিয়ার মানুষের সংশোধনের চেষ্টা করতে হবে اِنْ شَاءَ الله عَزَّوَجَلّ । (প্রতিটি বইয়ের শেষে রয়েছে)

২১/ সুন্নাত শিখার জন্য আমাদের সিলেবাসের বইগুলো দেয়া হয়েছিল। কিন্তু প্রশ্ন হচ্ছে, সুন্নাত প্রশিক্ষনের জন্য সিলেবাসে উল্লিখিত মাধ্যম টির নাম কি?
উত্তর: মাদানী কাফেলা। (১০১ মাদানী ফুল, ১০)

২২/ যে (ব্যক্তি) না মুহরিম মহিলাদের থেকে দৃষ্টিকে হিফাজত করে না, কিয়ামতের দিন তার চোখে কি প্রবেশ করানো হবে?
উত্তর: জাহান্নামের আগুনের শলাকা। (লজ্জাশীল যুবক, ৩৫)

২৩/ কুফলে মদীনা দিবসে কোন রিসালাটি পাঠ করার জন্য বলা হয়েছে?
উত্তর: নিশ্চুপ শাহজাদা। (নেক্কার হওয়ার উপায়, ১৪)

২৪/ কেউ একটি সেজদা করে উঠে দাঁড়িয়ে গেল, পরে স্মরণ হলো, এমতাবস্থায় সিজদায়ে সাহু করবে নাকি নামায পুনরায় পড়বে?
উত্তর: নামায পুনরায় পড়বে, কেননা দুটি সেজদা করা ফরয। (নামাযের আহকাম, ১৫৪,১৯১/১০১,১২৭)

২৫/ মাদানী ইনআমাত কি?
উত্তর: প্রশ্নাকারে ছোট রিসালা।  (আমি সংশোধন হতে চাই, ১২)





প্রশ্ন সেট নং ২

১/ অযুর পর তিনবার সুরা কদর পাঠ করলে কাদের সাথে হাশর হবে?
উত্তর: নবীদের সাথে। (নামাযের আহকাম, ১০/২৪)

২/ হযরত মুসা عليه السلام এর জান্নাতের সঙ্গী কে?
উত্তর: এক কসাই। (সামুদ্রিক গম্বুজ, ৮)

৩/ জনৈক ব্যক্তি কোন এক প্রসঙ্গে ঘৃণাভরে বলল, মোল্লারা কি জানে! তার এরূপ বলাটা কেমন?
উত্তর: কুফরী। (চার ভয়ঙ্কর স্বপ্ন- ২৯)

৪/ রওজা শরীফ যিয়ারত করার উদ্দেশ্যে গোসল করা...?
উত্তর: মুস্তাহাব। (নামাযের আহকাম, ৮৬/৬০)

৫/ ২৮ টি কুফরী বাক্য বইটি নিতান্তই ছোট। এই বইটিতে আরো কুফরী বাক্য সম্পর্কে জানতে কোন কিতাবটি পড়ার পরামর্শ দেয়া হয়েছে?
উত্তর: কুফরীয়া কালেমাত কে বারে মে সুওয়াল জাওয়াব। (২৮ টি কুফরী বাক্য ১৩)

৬/ সুরা ফাতিহা অন্য সুরার পূর্বে পাঠ করা কি?
উত্তর: ওয়াজিব। (নামাযের আহকাম, ১৫৭/১০৩)

৭/ দুইটি নিয়ামত এমন যে, যা নিয়ে অনেক লোক বিভ্রান্তিতে পতিত হয়। তন্মধ্যে একটি হচ্ছে সুস্থতা এবং অপরটি হচ্ছে ?
উত্তর: অবসর। (অমূল্য রত্ন, ১৪)

৮/ নিজের পায়ের উপর চাবুক মেরে নিজ থেকে নিজেই সারাদিনের কৃত কর্মের হিসাব নিতেন, তিনি কে?
উত্তর: হযরত ওমর ফারুক رَضِىَ اللهُ تَعَالٰى عَنْهُ (আমি সংশোধন হতে চাই, ১০)

৯/ দাসীর বর্ণনানুযায়ী- সর্বপ্রথম পুলসিরাত পার হওয়ার জন্য কাকে আনা হয়?
উত্তর: আবদুল মালেক বিন্ মরওয়ানকে। (চার ভয়ঙ্কর স্বপ্ন- ১৬)

১০/ সিলেবাস অনুযায়ী- বয়স্কদের ফ্রি কোরআন শিক্ষা দানকারী প্রতিষ্ঠানের নাম কি?
উত্তর: মাদরাসাতুল মদীনা। (নামাযের আহকাম, ১৫৩/১০০)

১১/ যে আমার সুন্নাত থেকে চল্লিশটি হাদীস আমার উম্মতদের শিক্ষা দেবে, কিয়ামতের দিন আমি তাকে আমার ... অন্তর্ভূক্ত করে নেব। কিসের অন্তর্ভূক্ত?
উত্তর: শাফায়াতের। (চার ভয়ঙ্কর স্বপ্ন- ২৯)

১২/ "কেউ পরামর্শ দিল: তুমি কাফির হয়ে যাও।” এমতাবস্থায়, সে কাফির হোক বা না হোক, পরামর্শদাতার উপর কুফরীর বিধান বর্তাবে। বাক্যটি কোন প্রকারের কুফরী বাক্যের উদাহরণ?
উত্তর: অভাব অনটন। (২৮ টি কুফরী বাক্য, ৫)

১৩/ তিলাওয়াতে সিজদার বিষয়ে নামাযের আহকাম কিতাবের কত পৃষ্ঠায় রয়েছে?
উত্তর: পুরুষদের টিতে ১৯৭ পৃষ্ঠায়/ মহিলাদের টিতে ১৩০ পৃষ্ঠায় ।

১৪/ খাদ্য যতক্ষণ পর্যন্ত কন্ঠনালীর নিচে নেমে না যাবে ততক্ষণ দ্বিতীয় গ্রাসের দিকে হাত বাড়ানো বা গ্রাস উঠিয়ে নেয়া খাবারের প্রতি... আলামত। কিসের আলামত?
উত্তর: লোভের। (খাবারের ইসলামী পদ্ধতি, ৯)

১৫/ পবিত্র হাদীসে পাক- “নিশ্চয় প্রত্যেক ধর্মের একটি স্বভাব রয়েছে, আর ইসলামের স্বভাব হলো... কি?
উত্তর: লজ্জাশীলতা। (লজ্জাশীল যুবক, ১২)

১৬/ আয়েশা সিদ্দিকা এর বর্ণনানুযায়ী যখন নবী করীম ﷺ ঘরে প্রবেশ করতেন তখন সর্বপ্রথম কোন কাজ টি করতেন?
উত্তর: মিসওয়াক। (মিসওয়াক শরীফের ফযীলত, ৬)

১৭/ তিনি কে, যিনি প্রতিদিন সকালে কুরআন মজীদে চুমু দিতেন?
উত্তর: হযরত ফারূকে আজম رَضِىَ اللهُ تَعَالٰى عَنْهُ (তিলাওয়াতের ফযীলত, ৮)

১৮/ তাসফীক কি?
উত্তর: ডান হাতের আঙ্গুলসমূহ বাম হাতের পিঠের উপর মারা। (নামাযের আহকাম, ২০০/১৩৬)

১৯/ তিন ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে না। দায়্যুস, পুরুষের বেশ ভূষা ধারিনী মহিলা, আরেকটি কি?
উত্তর: মাতা পিতাকে কষ্ট প্রদানকারী। (সামুদ্রিক গম্বুজ, ২৪)

২০/ দা'ওয়াতে ইসলামী ২০০ টিরও অধিক দেশে ইসলামের শাশ্বত বানী পৌঁছে দিতে নিরলস ভাবে প্রচেষ্টা করে যাচ্ছে। প্রশ্ন হচ্ছে, দা'ওয়াতে ইসলামীর মূল থিম/স্লোগান/উদ্দেশ্য কি?
উত্তর: আমাকে নিজের এবং সারা দুনিয়ার মানুষের সংশোধনের চেষ্টা করতে হবে। (প্রতিটি বইয়ের শেষে রয়েছে)

২১/ আমরদ দ্বারা কি বুঝানো হয়েছে?
উত্তর: সুদর্শন বালক। (১০১ মাদানী ফুল, ৭)

২২/ নামাযে কিরাত নীরবে পড়ার ক্ষেত্রে কতটুকু আওয়াজ জরুরী?
উত্তর: এতটুকু যেন নিজে শুনতে পায়। (নামাযের আহকাম, ১৫০/৯৭)

২৩/ কুফলে মদীনা দিবসে কোন রিসালাটি পাঠ করার জন্য বলা হয়েছে?
উত্তর: নিশ্চুপ শাহজাদা। (নেক্কার হওয়ার উপায়, ১৪)

২৪/ সমবেদনা জ্ঞাপন করা কি?
উত্তর: সুন্নাত। (নেক্কার হওয়ার উপায়, ২৫)

২৫/ মাদানী ইনআমাত কি?
উত্তর: প্রশ্নাকারে ছোট রিসালা।  (আমি সংশোধন হতে চাই, ১২)





প্রশ্ন সেট নং ৩

১/ অযুতে ডান হাতে কুলি করা-নাকে পানি দেয়া এগুলো কি?
উত্তর: মুস্তাহাব। (নামাযের আহকাম, ১২/২৭)

২/ তাসফীক কি?
উত্তর: ডান হাতের আঙ্গুলসমূহ বাম হাতের পিঠের উপর মারা। (নামাযের আহকাম, ২০০/১৩৬)

৩/ দাসীর বর্ণনানুযায়ী- দ্বিতীয় পর্যায়ে পুলসিরাতে কাকে উঠানো হয়?
উত্তর: ওয়ালিদ বিন আবদুল মালিককে। (চার ভয়ঙ্কর স্বপ্ন- ১৬)

৪/ রওজা শরীফ যিয়ারত করার উদ্দেশ্যে গোসল করা...?
উত্তর: মুস্তাহাব। (নামাযের আহকাম, ৮৬/৬০)

৫/ যে আমার সুন্নাত থেকে চল্লিশটি হাদীস আমার উম্মতদের শিক্ষা দেবে, কিয়ামতের দিন আমি তাকে আমার ... অন্তর্ভূক্ত করে নেব। কিসের অন্তর্ভূক্ত?
উত্তর: শাফায়াতের। (চার ভয়ঙ্কর স্বপ্ন- ২৯)

৬/ সূরা ফাতিহার পর "আমীন" বলা কি এবং কিভাবে বলতে হবে?
উত্তর: সুন্নাত, আস্তে। (নামাযের আহকাম, ১৬০/১০৬)

৭/ এক আনছারী সাহাবী তাঁর এক আত্মীয়কে লজ্জার ব্যাপারে উপদেশ দিচ্ছিলেন। প্রশ্ন হচ্ছে- যাকে উপদেশ দিচ্ছিলেন তিনি এই আনছারী সাহাবীর সম্পর্কে কি হন?
উত্তর: ভাই। (লজ্জাশীল যুবক, ১৩)

৮/ গোসলখানার মালিক গোসলখানায় ঢুকতে দিরহাম চেয়েছিল। এ কথার উপর চিন্তা করেই ইবরাহীম বিন আদহাম رَحْمَةُ اللهِ تَعَالٰى عَلَيْهِ কাঁদতে আরম্ভ করলেন। তিনি কি ভেবে কান্না করলেন?
উত্তর: যদি জান্নাতে প্রবেশ করতে বাঁধা দেয়া হয়। (আমি সংশোধন হতে চাই, ১৪)

৯/ কথিত আছে: আল্লাহ তাআলা ধৈর্য্যশীলদের সাথে আছেন, আমি বলছি এসব প্রলাপ মাত্র। বাক্যটি কোন প্রকারের কুফরী বাক্যের উদাহরণ?
উত্তর: অভিযোগ ও আপত্তির সময় উচ্চারিত। (২৮ টি কুফরী বাক্য, ৬)

১০/ 'আলিম নয় জালিম’ বা 'সমস্ত আলিম সমাজই জালিম’ এরূপ উক্তি করা কেমন?
উত্তর: গনহারে হক্কানী আলিম ওলামাদের ক্ষেত্রে এরূপ বলা কুফরী। (চার ভয়ঙ্কর স্বপ্ন, ৩১)

১১/ নামাযী নামায শুরুর পূর্বে মিষ্টি জাতীয় কিছু খেয়েছে। মুখে মিষ্টি ভাব/স্বাদ রয়েছে। এমতাবস্থায় তা গিলে ফেললে নামায হবে কি?
উত্তর: হবে।(নামাযের আহকাম, ১৭২/১১৪)

১২/ কসাই টুকরিতে কত লোকমা খানা দিয়ে নিজে কত লোকমা খেতেন?
উত্তর: দুই, এক। (সামুদ্রিক গম্বুজ ৮)

১৩/ ২৮ টি কুফরী বাক্য বইটি নিতান্তই ছোট। এই বইটিতে আরো কুফরী বাক্য সম্পর্কে জানতে কোন কিতাবটি পড়ার পরামর্শ দেয়া হয়েছে?
উত্তর: কুফরীয়া কালেমাত কে বারে মে সুওয়াল জাওয়াব।  (২৮ টি কুফরী বাক্য, ১৩)

১৪/ খাওয়ার সময় ভাল মনে করে চুপ থাকাটা... নিদর্শন। কাদের নিদর্শন?
উত্তর: অগ্নিপূজারীদের। (খাবারের ইসলামী পদ্ধতি১১)

১৫/ সিলেবাস অনুযায়ী- বয়স্কদের ফ্রি কোরআন শিক্ষা দানকারী প্রতিষ্ঠানের নাম কি?
উত্তর: মাদরাসাতুল মদীনা। (নামাযের আহকাম, ১৫৩/১০০)

১৬/ খাবার খাওয়ার পূর্বে কোন সাহাবী মিসওয়াক করতেন?
উত্তর: হযরত আবদুল্লাহ বিন ওমর رَضِىَ اللهُ تَعَالٰى عَنْهُ  (মিসওয়াক শরীফের ফযীলত, ৮)

১৭/ যখন কুরআন তিলাওয়াত চলবে উপস্থিত প্রতিটি ব্যক্তির জন্য তা শোনা কি?
উত্তর: ফরজ। (তিলাওয়াতের ফযীলত, ১০)

১৮/ কোন ব্যক্তির ইসলামের সৌন্দর্য এই যে, সে যেন...?
উত্তর: অনর্থক কাজ ত্যাগ করে দেয়। (অমূল্য রত্ন, ১৪)

১৯/ তিন ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে না। দায়্যুস, পুরুষের বেশ ভূষা ধারিনী মহিলা, আরেকটি কি?
উত্তর: মাতা পিতাকে কষ্ট প্রদানকারী। (সামুদ্রিক গম্বুজ, ২৪)

২০/ দা'ওয়াতে ইসলামী ২০০ টিরও অধিক দেশে ইসলামের শাশ্বত বানী পৌঁছে দিতে নিরলস ভাবে প্রচেষ্টা করে যাচ্ছে। প্রশ্ন হচ্ছে, দা'ওয়াতে ইসলামীর মূল থিম/স্লোগান/উদ্দেশ্য কি?
উত্তর: আমাকে নিজের এবং সারা দুনিয়ার মানুষের সংশোধনের চেষ্টা করতে হবে اِنْ شَاءَ الله عَزَّوَجَلّ । (প্রতিটি বইয়ের শেষে রয়েছে)

২১/ এক দিনের ছোট বাচ্চাকেও কি বলে সম্বোধন করা উচিত?
উত্তর: আপনি /জনাব বলে।  (১০১ মাদানী ফুল, ৮)

২২/ কা'দায়ে উলা ও কা'দায়ে আখিরাহ (প্রথম ও শেষ বৈঠক) এই দুটির হুকুম কি? (কোনটি করা কি?)
উত্তর: ওয়াজিব ও ফরয। (নামাযের আহকাম, ১৫৮/১০৪)

২৩/ কুফলে মদীনা দিবসে কোন রিসালাটি পাঠ করার জন্য বলা হয়েছে?
উত্তর: নিশ্চুপ শাহজাদা। (নেক্কার হওয়ার উপায়, ১৪)

২৪/ সমবেদনা জ্ঞাপন এর অর্থ হচ্ছে: বিপদগ্রস্থ ব্যক্তিকে কিসের উপদেশ দেয়া?
উত্তর: ধৈর্যের। (নেক্কার হওয়ার উপায়, ২৫)

২৫/ মাদানী ইনআমাত কি?
উত্তর: প্রশ্নাকারে ছোট রিসালা।  (আমি সংশোধন হতে চাই, ১২)




প্রশ্ন সেট নং ৪

১/ অযুতে সম্পূর্ন মাথা একবার মাসেহ করা...?
উত্তর: সুন্নাত। (নামাযের আহকাম, ১২/২৭)

২/ তিন ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে না। দায়্যুস, পুরুষের বেশ ভূষা ধারিনী মহিলা, আরেকটি কি?
উত্তর: মাতা পিতাকে কষ্ট প্রদানকারী। (সামুদ্রিক গম্বুজ ২৪)

৩/ মুষ্টিবদ্ধ করে মিসওয়াক করলে কোন রোগের সৃষ্টি হওয়ার আশংকা রয়েছে?
উত্তর: অর্শ্বরোগের। (মিসওয়াক শরীফের ফযীলত, ১২)

৪/ আতর লাগানো, বিবাহ করা, মিসওয়াক করা ও লজ্জা করা এগুলো কি?
উত্তর: রাসূলগণ عَلَيْهِمُ السَّلَام এর সুন্নাত। (লজ্জাশীল যুবক, ২৪)

৫/ কোন সাতটি হাঁড় দ্বারা সিজদা করতে বলা হয়েছে?
উত্তর: মুখ (কপাল) ও উভয় হাত, উভয় হাঁটু এবং উভয় পায়ের পাঞ্জা। (নামাযের আহকাম, ১৫৪/১০০)

৬/ কেউ হিকারতের দৃষ্টিতে আলিমে দ্বীনদের 'কাটমোল্লা’ বা মোল্লাদের দল বললে তার উপর কি কুফুরের হুকুম বর্তাবে?
উত্তর: জি, হ্যা। (চার ভয়ঙ্কর স্বপ্ন, ৩১)

৭/ কেহ, নামাযে প্রথম রাকাতে বসে তাশাহুদ পড়ে নিলো, অতপর স্মরণ হতে দাঁড়িয়ে গেল। এমতাবস্থায় তার করণীয় কি?
উত্তর: সিজদায়ে সাহু করবে। (নামাযের আহকাম, ১৫৯/১০৫)

৮/ সাওয়ানিহে কারবালা'র লিখক কে?
উত্তর: হযরত মুহাম্মদ নঈমুদ্দীন মুরাদাবাদী رَحْمَةُ اللهِ تَعَالٰى عَلَيْهِ (আমি সংশোধন হতে চাই ১৬)

৯/ দাসীর বর্ণনানুযায়ী- তৃতীয় পর্যায়ে কাকে পুলসিরাতে উঠানো হয়?
উত্তর: সুলাইমান বিন আবদুল মালিককে। (চার ভয়ঙ্কর স্বপ্ন- ১৬)

১০/ তাসফীক কি?
উত্তর: ডান হাতের আঙ্গুলসমূহ বাম হাতের পিঠের উপর মারা। (নামাযের আহকাম, ২০০/১৩৬)

১১/ যে আমার সুন্নাত থেকে চল্লিশটি হাদীস আমার উম্মতদের শিক্ষা দেবে, কিয়ামতের দিন আমি তাকে আমার ... অন্তর্ভূক্ত করে নেব। কিসের অন্তর্ভূক্ত?
উত্তর: শাফায়াতের। (চার ভয়ঙ্কর স্বপ্ন- ২৯)

১২/ আমি জানি না আল্লাহ তাআলা যখন আমাকে দুনিয়াতে কিছু দিলেন না, তবে আমাকে সৃষ্টিই বা কেন করলেন! বাক্যটি কোন প্রকারের কুফরী বাক্যের উদাহরণ?
উত্তর: অভিযোগ ও আপত্তির সময় উচ্চারিত। (২৮ টি কুফরী বাক্য ৬)

১৩/ সিলেবাস অনুযায়ী- বয়স্কদের ফ্রি কোরআন শিক্ষা দানকারী প্রতিষ্ঠানের নাম কি?
উত্তর: মাদরাসাতুল মদীনা। (নামাযের আহকাম, ১৫৩/১০০)

১৪/ কারো খাবারের লোকমার দিকে... দৃষ্টি দিবেন না। কোন দৃষ্টি?
উত্তর: বাঁকা দৃষ্টি। (খাবারের ইসলামী পদ্ধতি, ১২)

১৫/ নামাযে কুরআন দেখে পাঠ করলে নামায হবে কি?
উত্তর: ভেঙ্গে যাবে। (নামাযের আহকাম, ১৭১/১১৩)

১৬/ ২৮ টি কুফরী বাক্য বইটি নিতান্তই ছোট। এই বইটিতে আরো কুফরী বাক্য সম্পর্কে জানতে কোন কিতাবটি পড়ার পরামর্শ দেয়া হয়েছে?
উত্তর: কুফরীয়া কালেমাত কে বারে মে সুওয়াল জাওয়াব।  (২৮ টি কুফরী বাক্য, ১৩)

১৭/ সমাগমে উপস্থিত সকলেই বড় আওয়াজে কুরআন তিলাওয়াত করা কি?
উত্তর: হারাম। (তিলাওয়াতের ফযীলত, ১০)

১৮/ পবিত্র হাদীস অনুযায়ী, পিতা-মাতা তোমার জন্য..., কি?
উত্তর: জান্নাত ও জাহান্নাম। (সামুদ্রিক গম্বুজ, ১০)

১৯/ রওজা শরীফ যিয়ারত করার উদ্দেশ্যে গোসল করা...?
উত্তর: মুস্তাহাব।  (নামাযের আহকাম, ৮৬/৬০)

২০/ দা'ওয়াতে ইসলামী ২০০ টিরও অধিক দেশে ইসলামের শাশ্বত বানী পৌঁছে দিতে নিরলস ভাবে প্রচেষ্টা করে যাচ্ছে। প্রশ্ন হচ্ছে, দা'ওয়াতে ইসলামীর মূল থিম/স্লোগান/উদ্দেশ্য কি?
উত্তর: আমাকে নিজের এবং সারা দুনিয়ার মানুষের সংশোধনের চেষ্টা করতে হবে اِنْ شَاءَ الله عَزَّوَجَلّ । (প্রতিটি বইয়ের শেষে রয়েছে)

২১/ আমরা যে কথাবার্তা বলে থাকি সেটি কত ভাগে ভাগ করা হয়েছে?
উত্তর: চার। (১০১ মাদানী ফুল ৯)

২২/ হে প্রভু! আমার উম্মতের জন্য সকাল বেলার সময়ে ... দান কর। কি?
উত্তর: বরকত। (অমূল্য রত্ন, ২০)

২৩/ কুফলে মদীনা দিবসে কোন রিসালাটি পাঠ করার জন্য বলা হয়েছে?
উত্তর: নিশ্চুপ শাহজাদা। (নেক্কার হওয়ার উপায়, ১৪)

২৪/ সমবেদনা জ্ঞাপনের সময় মৃত্যু থেকে তিন দিন পর্যন্ত, এর পর করা কি?
উত্তর: মাকরূহ। (নেক্কার হওয়ার উপায়, ২৬)

২৫/ মাদানী ইনআমাত কি?
উত্তর: প্রশ্নাকারে ছোট রিসালা।  (আমি সংশোধন হতে চাই, ১২)





প্রশ্ন সেট নং ৫

১/ অযুতে দুই হাতে মুখমন্ডল ধৌত করা...?
উত্তর: মুস্তাহাব। (নামাযের আহকাম, ১৩/২৮)

২/ মায়ের ডাকে সাড়া না দেয়ায় লোকটির কি হলো?
উত্তর: বোবা হয়ে গেল। (সামুদ্রিক গম্বুজ, ১০)

৩/ সিলেবাস অনুযায়ী- বয়স্কদের ফ্রি কোরআন শিক্ষা দানকারী প্রতিষ্ঠানের নাম কি?
উত্তর: মাদরাসাতুল মদীনা। (নামাযের আহকাম, ১৫৩/১০০)

৪/ ২৮ টি কুফরী বাক্য বইটি নিতান্তই ছোট। এই বইটিতে আরো কুফরী বাক্য সম্পর্কে জানতে কোন কিতাবটি পড়ার পরামর্শ দেয়া হয়েছে?
উত্তর: কুফরীয়া কালেমাত কে বারে মে সুওয়াল জাওয়াব।  (২৮ টি কুফরী বাক্য, ১৩)

৫/ পবিত্র কুরআনের হরফগুলো বিশুদ্ধ মাখরাজ সহকারে আদায় করা এবং অশুদ্ধ তিলাওয়াত করা থেকে বিরত থাকা কি?
উত্তর: ফরজে আইন। (তিলাওয়াতের ফযীলত, ১৪)

৬/ কেউ নামাযে আঙ্গুল মটকালো, তার কাজটি কোন বিধানে পড়বে?
উত্তর: মাকরূহে তাহরীমা। (নামাযের আহকাম, ১৭৬/১১৮)

৭/ দাসীর বর্ণনানুযায়ী- চতুর্থ পর্যায়ে কাকে পুলসিরাতে উঠানো হয়?
উত্তর: হযরত ওমর বিন আবদুল আজিজ কে رَحْمَةُ اللهِ تَعَالٰى عَلَيْهِ  (চার ভয়ঙ্কর স্বপ্ন, ১৬)

৮/ জীবন মূলত: কতগুলো নিশ্বাসই মাত্র-উক্তিটি কার?
উত্তর: হযরত হাসান বসরী رَحْمَةُ اللهِ تَعَالٰى عَلَيْهِ (আমি সংশোধন হতে চাই, ১৭)

৯/ ইলমে দ্বীন শিখলে ভাতে মরবে, এরূপ উক্তি করা কেমন?
উত্তর: ইলমে দ্বীনের প্রতি অবজ্ঞার কারণে কুফরী হবে। (চার ভয়ঙ্কর স্বপ্ন, ৩২)

১০/ স্প্রীং এর তোষক/গদিতে সিজদা করলে নামায হবে কি? কারণ কি?
উত্তর: হবে না, কপাল ভালভাবে বসে না তাই। (নামাযের আহকাম, ১৫৫/১০১)

১১/ যে আমার সুন্নাত থেকে চল্লিশটি হাদীস আমার উম্মতদের শিক্ষা দেবে, কিয়ামতের দিন আমি তাকে আমার ... অন্তর্ভূক্ত করে নেব। কিসের অন্তর্ভূক্ত?
উত্তর: শাফায়াতের। (চার ভয়ঙ্কর স্বপ্ন- ২৯)

১২/ আর যারা আমার শত্রু, আল্লাহ তাআলা তাদেরকে খুবই স্বাচ্ছন্দ্যে রাখেন। বাক্যটি কোন প্রকারের কুফরী বাক্যের উদাহরণ?
উত্তর: অভিযোগ ও আপত্তির সময় উচ্চারিত। (২৮ টি কুফরী বাক্য, ৬)

১৩/ নামাযে ডানে বামে হেলা-দুলা করা কি?
উত্তর: মাকরূহে তানযীহি। (নামাযের আহকাম, ১৮৩/১২৩)

১৪/ পবিত্র হাদীস, 'ইকরাশ! যে বস্তুকে আগুন স্পর্শ করেছে। (যা আগুন দ্বারা রান্না করা হয়েছে) সেটা খাওয়ার পর এটা হচ্ছে ...।” এখানে কি হবে?
উত্তর: অযু। (খাবারের ইসলামী পদ্ধতি, ১৭)

১৫/ অশ্লীল ভাষা ব্যবহারকারী কিয়ামতের দিন কিসের আকৃতিতে উঠবে?
উত্তর: কুকুরের। (লজ্জাশীল যুবক, ২৮)

১৬/ মিসওয়াক করা কখন সুন্নাতে মুয়াক্কাদা?
উত্তর: মুখে দুর্গন্ধ থাকলে। (মিসওয়াক শরীফের ফযীলত, ১২)

১৭/ তাসফীক কি?
উত্তর: ডান হাতের আঙ্গুলসমূহ বাম হাতের পিঠের উপর মারা। (নামাযের আহকাম, ২০০/১৩৬)

১৮/ মাদানী ইনআমাত কি?
উত্তর: প্রশ্নাকারে ছোট রিসালা।  (আমি সংশোধন হতে চাই, ১২)

১৯/ তিন ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে না। দায়্যুস, পুরুষের বেশ ভূষা ধারিনী মহিলা, আরেকটি কি?
উত্তর: মাতা পিতাকে কষ্ট প্রদানকারী। (সামুদ্রিক গম্বুজ ২৪)

২০/ দা'ওয়াতে ইসলামী ২০০ টিরও অধিক দেশে ইসলামের শাশ্বত বানী পৌঁছে দিতে নিরলস ভাবে প্রচেষ্টা করে যাচ্ছে। প্রশ্ন হচ্ছে, দা'ওয়াতে ইসলামীর মূল থিম/স্লোগান/উদ্দেশ্য কি?
উত্তর: আমাকে নিজের এবং সারা দুনিয়ার মানুষের সংশোধনের চেষ্টা করতে হবে اِنْ شَاءَ الله عَزَّوَجَلّ । (প্রতিটি বইয়ের শেষে রয়েছে)

২১/ যে অশ্লীল কথাবার্তার দ্বারা কাজ সম্পাদন করে তার জন্য কি?
উত্তর: জান্নাত হারাম। (১০১ মাদানী ফুল, ১০)

২২/ হযরত আলী رَضِىَ اللهُ تَعَالٰى عَنْهُ এর বানী অনুযায়ী দিন সমূহকে জীবনের কি বলেছেন?
উত্তর: পাতা স্বরূপ। (অমূল্য রত্ন, ১৫)

২৩/ কুফলে মদীনা দিবসে কোন রিসালাটি পাঠ করার জন্য বলা হয়েছে?
উত্তর: নিশ্চুপ শাহজাদা। (নেক্কার হওয়ার উপায়, ১৪)

২৪/ কবরের নিকটবর্তী সমবেদনা জ্ঞাপন করা কি?
উত্তর: মাকরূহ। (নেক্কার হওয়ার উপায়, ২৭)

২৫/ রওজা শরীফ যিয়ারত করার উদ্দেশ্যে গোসল করা...?
উত্তর: মুস্তাহাব।  (নামাযের আহকাম, ৮৬/৬০)





প্রশ্ন সেট নং ৬

১/ ধৌত করা অর্থ হচ্ছে- শরীরের অঙ্গে কত ফোঁটা পানি পৌছানো?
উত্তর: ২ ফোঁটা। (নামাযের আহকাম, ১১/২৬)

২/ পুলসিরাত স্থাপনের স্বপ্নটি কে দেখেছিলেন?
উত্তর: হযরত ওমর বিন আবদুল আজিজ‘র رَحْمَةُ اللهِ تَعَالٰى عَلَيْهِ দাসী। (চার ভয়ঙ্কর স্বপ্ন- ১৬)

৩/ মাদানী ইনআমাত কি?
উত্তর: প্রশ্নাকারে ছোট রিসালা। (আমি সংশোধন হতে চাই, ১২)

৪/ রওজা শরীফ যিয়ারত করার উদ্দেশ্যে গোসল করা...?
উত্তর: মুস্তাহাব। (নামাযের আহকাম, ৮৬/৬০)

৫/ রুটি ... হাতে ছিড়বেন না। কারণ এটা অহংকারীদের পদ্ধতি। কয় হাতে?
উত্তর: এক হাতে। (খাবারের ইসলামী পদ্ধতি, ৭)

৬/ উভয়দিকে সালাম ফিরানোর সময় আসসালামু (اَلسَّلَامُ) শব্দটি উভয়বার বলা কি?
উত্তর: ওয়াজিব। (নামাযের আহকাম, ১৫৮/১০৪)

৭/ যে আমার সুন্নাত থেকে চল্লিশটি হাদীস আমার উম্মতদের শিক্ষা দেবে, কিয়ামতের দিন আমি তাকে আমার ... অন্তর্ভূক্ত করে নেব। কিসের অন্তর্ভূক্ত?
উত্তর: শাফায়াতের। (চার ভয়ঙ্কর স্বপ্ন- ২৯)

৮/ ছোট বেলার কৃত গুনাহ স্মরণ করে কে কান্না করে বেহুশ হয়ে যেতেন?
উত্তর: হযরত হাসান বসরী رَحْمَةُ اللهِ تَعَالٰى عَلَيْهِ (আমি সংশোধন হতে চাই ৯)

৯/ তাসফীক কি?
উত্তর: ডান হাতের আঙ্গুলসমূহ বাম হাতের পিঠের উপর মারা। (নামাযের আহকাম, ২০০/১৩৬)

১০/ ইলমে দ্বীনের শিক্ষার্থী বা আলিমে দ্বীনদের অবজ্ঞার দৃষ্টিতে কূপ মন্ডুক বলা কেমন?
উত্তর: সম্পূর্ণরূপে কুফরী। (চার ভয়ঙ্কর স্বপ্ন- ২৯)

১১/ মানুষ বা কোন প্রাণির ছবি নামাযীর সামনে, ডানে, বামে, ছাদে বা সিজদার স্থানে থাকা কি?
উত্তর: মাকরূহে তাহরীমা। (নামাযের আহকাম, ১৮১/১২১)

১২/ হে আল্লাহ! তোমার কাছে তার এমন কি প্রয়োজন পড়ে গেল যে, এ মুহুর্তেই তাকে ফিরিয়ে নিয়ে গেলে। বাক্যটি কোন প্রকারের কুফরী বাক্যের উদাহরণ?
উত্তর: আপনজনের মৃত্যুতে উচ্চারিত কুফরী বাক্যের উদাহরণ। (২৮ টি কুফরী বাক্য, ৭)

১৩/ তিন ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে না। দায়্যুস, পুরুষের বেশ ভূষা ধারিনী মহিলা, আরেকটি কি?
উত্তর: মাতা পিতাকে কষ্ট প্রদানকারী। (সামুদ্রিক গম্বুজ ২৪)

১৪/ পবিত্র হাদিস শরীফ অনুযায়ী নামায চোর কে?
উত্তর: যে রুকু সিজদা পরিপূর্ণভাবে আদায় করে না।  (নামাযের আহকাম, ১৩৩/৮২)

১৫/ উম্মতের মধ্যে সবচেয়ে বড় লজ্জাশীল ব্যক্তি কে?
উত্তর: হযরত উসমা ন رَضِىَ اللهُ تَعَالٰى عَنْهُ (লজ্জাশীল যুবক, ৯)

১৬/ ইমাম শাফেয়ী رَحْمَةُ اللهِ تَعَالٰى عَلَيْهِ এর মতে জ্ঞান বৃদ্ধিকারী বিষয় কতটি?
উত্তর: ৪ টি। (মিসওয়াক শরীফের ফযীলত ৫)

১৭/ তিনি কে যিনি চার বছর চার মাস চার দিন বয়সে পবিত্র কুরআন এর ১৫ পারা মুখস্ত শুনিয়েছিলেন?
উত্তর: হযরত খাজা কুতুবুল হক ওয়াদ্দীন বখতিয়ার কাকী رَحْمَةُ اللهِ تَعَالٰى عَلَيْهِ (তিলাওয়াতের ফযীলত, ৭)

১৮/ কেউ দুনিয়াতে বসে জান্নাতের চৌকাঠে চুমু দিতে চাইলে তার করণীয় কি?
উত্তর: মায়ের পায়ে চুম্বন করা। (সামুদ্রিক গম্বুজ, ৬)

১৯/ ২৮ টি কুফরী বাক্য বইটি নিতান্তই ছোট। এই বইটিতে আরো কুফরী বাক্য সম্পর্কে জানতে কোন কিতাবটি পড়ার পরামর্শ দেয়া হয়েছে?
উত্তর: কুফরীয়া কালেমাত কে বারে মে সুওয়াল জাওয়াব। (২৮ টি কুফরী বাক্য, ১৩)

২০/ দা‘ওয়াতে ইসলামী ২০০ টিরও অধিক দেশে ইসলামের শাশ্বত বানী পৌঁছে দিতে নিরলস ভাবে প্রচেষ্টা করে যাচ্ছে। প্রশ্ন হচ্ছে, দা‘ওয়াতে ইসলামীর মূল থিম/স্লোগান/উদ্দেশ্য কি?
উত্তর: আমাকে নিজের এবং সারা দুনিয়ার মানুষের সংশোধনের চেষ্টা করতে হবে اِنْ شَاءَ الله عَزَّوَجَلّ (প্রতিটি বইয়ের শেষে রয়েছে)

২১/ মুসাফাহতে অনেকেই শুধুমাত্র আঙ্গুল সমূহ স্পর্শ করায়, এটি কি?
উত্তর: সুন্নাত নয়। (১০১ মাদানী ফুল, ৭)

২২/ 'কেননা, আজকের পর আমি আর পুনরায় ফিরে আসব না' ঘোষনাটি কার?
উত্তর: দিনের। (অমূল্য রত্ন, ৬)

২৩/ কুফলে মদীনা দিবসে কোন রিসালাটি পাঠ করার জন্য বলা হয়েছে?
উত্তর: নিশ্চুপ শাহজাদা। (নেক্কার হওয়ার উপায়, ১৪)

২৪/ যে মুমিন বান্দা নিজের কোন বিপদগ্রস্থ ভাইয়ের প্রতি সমবেদনা জ্ঞাপন করবে, আল্লাহ তাআলা কিয়ামতের দিন তাকে কিসের পোষাক পরিধান করাবেন?
উত্তর: কারামতের। (নেক্কার হওয়ার উপায়, ২৫)

২৫/ সিলেবাস অনুযায়ী- বয়স্কদের ফ্রি কোরআন শিক্ষা দানকারী প্রতিষ্ঠানের নাম কি?
উত্তর: মাদরাসাতুল মদীনা। (নামাযের আহকাম, ১৫৩/১০০)


আগামীর আয়োজনে আসছে নতুনত্ব। আসছে আমূল পরিবর্তন। আসছে আধুনিকতা। ইসলামী জীবনের সাথেই থাকুন ...
ইসলামী বই পাঠ প্রতিযোগিতা-২০১৭ এর সকল সেটের প্রশ্ন ও উত্তর