আমরা এখানে শেয়ার করব আপনাদের সাথে রুহানী চিকিতসা বিষয়ক ৪০ টি এমন কিছু যা দিয়ে আপনারা নিজেই সমস্যার হাত থেকে রেহাই পাবেন إن شاء الله عزوجل
তো চলুন শুরু করা যাক। এখানে পোস্ট বড় হয়ে যাওয়ার ভয়ে ৪০ টি কে ১০ টি করে মোট চারটি ধারাবাহিকে বিভক্ত করে পোস্ট করা হবে। তাই ১০ টি পেয়ে ক্ষান্ত হবেন না, পূর্বের ও পরবর্তীগুলোও কালেকশন করুন, পড়ুন, আমল করুন।
(বি.দ্র: প্রতিটি ওয়াজিফার শুরু ও শেষে ১ বার করে দরূদ শরীফ পাঠ করে নিন। ফলাফল প্রকাশ না হওয়া অবস্থায় অভিযোগের পরিবর্তে নিজের অসতর্কতার কারণে দুর্ভাগ্য মনে করুন এবং আল্লাহ্ তাআলার প্রজ্ঞার প্রতি দৃষ্টি রাখুন। আরবী উচ্চারণ অবশ্যই শুদ্ধভাবে সঠিক মাখরাজ অনুযায়ী পড়তে হবে)
রুহানী ইলাজ ১১-২০ নং ( প্রয়োজনে রুহানী ইলাজ বইটি ডাউনলোড দিতে পারেন এখান থেকে)
রুহানী ইলাজ-১১>>বিপদ দূর করার উপায়
“يا قهار” ১০০ বার। যদি কোন বিপদ আসে তবে পাঠ করুন।إن شاء الله عزوجل বিপদ দূর হয়ে যাবে।রুহানী ইলাজ-১১ |
রুহানী ইলাজ-১২>> মুস্তাযাবুদ দাওয়াত হওয়ার উপায়
“يا وهاب” ৭ বার। যে প্রত্যেহ পাঠ করবে,إن شاء الله عزوجل সে মুস্তাযাবুদ দাওয়াত হয়ে যাবে। (অর্থাৎ তার প্রত্যেক দোআ কবুল হবে)
রুহানী ইলাজ-১২ |
রুহানী ইলাজ-১৩>> অন্তরের মরিচা ও ময়লা দূর করার উপায়
“يا فتاح” ৭০ বার। প্রত্যেহ যে ফজর নামাযের পর দু’হাত সিনা অর্থাৎ বুকের উপর রেখে পাঠ করবে,إن شاء الله عزوجل তার অন্তরের মরিচা ও ময়লা দূর হবে।
রুহানী ইলাজ-১৩ |
রুহানী ইলাজ-১৪>> অন্তর আলোকিত করার উপায়
“يا فتاح” ৭ বার। যে প্রতিদিন (দিনের যে কোন সময়) পাঠ করবে,إن شاء الله عزوجل তার অন্তর আলোকিত হবে।
রুহানী ইলাজ-১৪ |
রুহানী ইলাজ-১৫>> শত্রুর উপর বিজয় লাভ করার উপায়
“يا قابض” ৩০ বার। যে প্রতিদিন পাঠ করবে, إن شاء الله عزوجل সে শত্রুর উপর বিজয় লাভ করবে।
রুহানী ইলাজ-১৫ |
রুহানী ইলাজ-১৬>> উদ্দেশ্য পূরণ হওয়ার উপায়
“يا رافع” ২০ বার। যে প্রতিদিন পাঠ করবে, إن شاء الله عزوجل তার উদ্দেশ্য পূরণ হবে।
রুহানী ইলাজ-১৬ |
রুহানী ইলাজ-১৭>> আকস্মিক মৃত্যু বরণ করা হতে বাঁচার উপায়
“يا بصير” ৭ বার। যে কেউ প্রত্যহ আসরের সময় (অর্থাৎ আসর শুরুর সময় হতে সূর্য অস্ত যাওয়া পর্যন্ত যে কোন সময়) পাঠ করে নিবে,إن شاء الله عزوجل আকস্মিক মৃত্যু বরণ করা হতে নিরাপদ থাকবে।
রুহানী ইলাজ-১৭ |
রুহানী ইলাজ-১৮>> প্রার্থনা কবুল হওয়ার উপায়
“يا سميع” ১০০ বার। যে প্রত্যেহ পাঠ করবে ও পাঠকালে কথা-বার্তা বলবেনা এবং পাঠ করে দোআ করবে,إن شاء الله عزوجل যা প্রার্থনা করবে তা পাবে।
রুহানী ইলাজ-১৮ |
রুহানী ইলাজ-১৯>> অন্যের মুখাপেক্ষী না হওয়ার উপায়
“يا حكيم” ৮০ বার। যে প্রত্যেহ পাঁচ ওয়াক্ত নামাযের পর পাঠ করবে, إن شاء الله عزوجل কারো মুখাপেক্ষী হবে না।
রুহানী ইলাজ-১৯ |
রুহানী ইলাজ-২০>> মূল্যবান বস্তু নিরাপদ রাখার উপায়
“يا جليل” ১০ বার পাঠ করে যে নিজের কোন সম্পদ ও মালপত্র এবং টাকা-পয়সা বা মূল্যবান বস্তুর ইত্যাদির উপর ফুঁক মেরে দেয়, إن شاء الله عزوجل এটি চুরি হওয়া হতে নিরাপদ থাকবে।
রুহানী ইলাজ-২০ |
(বি.দ্র: প্রতিটি ওয়াজিফার শুরু ও শেষে ১ বার করে দরূদ শরীফ পাঠ করে নিন। ফলাফল প্রকাশ না হওয়া অবস্থায় অভিযোগের পরিবর্তে নিজের অসতর্কতার কারণে দুর্ভাগ্য মনে করুন এবং আল্লাহ্ তাআলার প্রজ্ঞার প্রতি দৃষ্টি রাখুন। আরবী উচ্চারণ অবশ্যই শুদ্ধভাবে সঠিক মাখরাজ অনুযায়ী পড়তে হবে)
আরবী সঠিক মাখরাজ শিখতে দাওয়াতে ইসলামীর মুবাল্লিগদের সাথে যোগাযোগ করুন। আপনি কোন জেলার কোন থানায় বসবাস কারী তা জানিয়ে সে এলাকার জিম্মাদার এর মোবাইল নাম্বার পেতে পারেন আমাদের সাথে যোগাযোগ করে। বিশ্বব্যাপী অরাজনৈতিক দ্বীনি সংগঠন দাওয়াতে ইসলামী ২০০ টিরও অধিক দেশে ফ্রি কুরআন শিক্ষা দিচ্ছে- বয়স্কদের সরাসরি ও অনলাইন-এ। আপনিও এই সুযোগ গ্রহণ করুন, সহিহ ভাবে কুরআন শিখুন।
এখানে আরবীর উচ্চারণ দেয়া হয়নি কারণ বাংলায় আরবীর মাখরাজ প্রকাশ অসম্ভব। তাই বিকল্প কোন পথ নাই, নিজে সহিহ ভাবে শিখা ছাড়া।
--------
লিখাটি আমীরে আহলে সুন্নাত হযরত মাওলানা ইলয়াস আত্তার কাদেরী রযভী কর্তৃক লিখিত রুহানী ইলাজ সম্পর্কিত “৪০ টি রুহানী ইলাজ” নামক রিসালা থেকে সংগৃহীত। রিসালাটি নিজে কিনুন, অন্যকে উপহার দিন।
যারা মোবাইলে (পিডিএফ) রিসালাটি পড়তে চান তারা ফ্রি ডাউনলোড করুন
দাওয়াতে ইসলামীর সকল বাংলা ইসলামীক বইয়ের লিংক এক সাথে পেতে এখানে ক্লিক করুন