বিভাগ সমূহ

বৃহস্পতিবার, ১১ আগস্ট, ২০১৬

আমাদের লক্ষ্য, উদ্দেশ্য ও পলিসি

ইসলামী জীবন মূলত শুরু হয়েছে ২৬/১২/২০১৩ ইং তারিখে ফেসবুকে একটি পেইজ খোলার  মাধ্যমে। এরই ধারাবাহিকতায় এই সাইটটি খোলা হলো ০৯/০৮/২০১৬ ইং তারিখে। আমরা ক্রমান্বয়ে গড়ে তুলতে যাচ্ছি বাংলাদেশের সর্ববৃহৎ ইসলামীক ওয়েবসাইট। ওয়েবসাইটের জন্য ডোমেনও নেয়া হয়েছে ২০১৭ সালে (www.islamijibon.net)। খুব দ্রুত মোবাইল অ্যাপও আসছে...

>>Donate Us<< ⬅ Click For More...


আমাদের লক্ষ্য

আমাদের লক্ষ্য হচ্ছে ইসলামিক কিতাব/বই গুলোকে টেক্সট আকারে এখানে পাবলিশ করা। কেননা, এখন অধিকাংশই মানুষই গুগল সার্চ করে তার কাঙ্খিত বিষয়টি পেতে চায়। আগে যেমন বই থেকে খুঁজতো তা এখন নাই বললেই চলে। সামনে এই গুগল নির্ভরতা আরো বাড়বে। আমাদের লক্ষ্য বাস্তবায়নে যে সকল বই নির্বাচন করা হয়েছে তা এখানে দেখতে পারবেন ইসলামিক বই

আমাদের উদ্দেশ্য

সোস্যাল সাইটগুলোতে বিশেষ করে ফেসবুকে ইসলামিক বিষয়গুলোকে কপি পেস্ট করে করে এত পরিমান বিকৃতি সাধন করছে যে, কোন রেফারেন্স ছাড়া বা ভুয়া রেফারেন্সেই পোস্ট করে যাচ্ছে। তাই ইসলামী জীবন টিমের উদ্দেশ্য এই বিকৃতি সাধন থেকে  উদ্ধার করা। তবেই আমাদের শ্রম সার্থক।
ইসলামী জীবন IslamiJibon  Islamic Life, Islamic way, islam, quran, hadis, bangladesh, ইসলাম , ইসলামিক জীবন, ইসলামি জীবন ব্যবস্থা,
Islami Jibon

আমাদের আদর্শ

এই সাইটের টিম কোন জঙ্গি কর্মকান্ড কে সমর্থন করে না এবং যে বা যারা এসব অপতৎপরতায় লিপ্ত তাদের স্পষ্টভাবেই ঘৃণা করে। কারণ একটাই, এদের মূল উদ্দেশ্য ইসলামকে বিকৃত করা ছাড়া আর কিছুই নয়।

এই সাইটের টিম আদর্শগত ভাবেই বিশ্বব্যাপী অরাজনৈতিক দ্বীনি সংগঠন “দা’ওয়াতে ইসলামী” কে সমর্থন করে। দা’ওয়াতে ইসলামী বিশ্বের ২০০ টিরও অধিক দেশে ১০৩+ বিভাগে দ্বীনি কাজ করে যাচ্ছে।

আমাদের আগামীর পরিকল্পনা

হাজার হাজার কিতাব টাইপ করে টেক্সট সংরক্ষন করার পরিকল্পনা রয়েছে। إن شاء الله 
এ লক্ষ্য বাস্তবায়নে, আমাদের ওয়েবসাইট (https://www.islamijibon.net) তৈরি করা হলো, ভবিষ্যতে মোবাইল অ্যাপ সহ আরো বড় ধরনের পরিকল্পনা রয়েছে। সাথেই থাকুন...

আমাদের প্রাইভেসী পলিসি

আমাদের ভিজিটর ও সাবস্ক্রাইবার বা যেকোন ব্যক্তি যে কোন ভাবে এই সাইটে যুক্ত হলে তাদের সকল তথ্য ও যাবতীয় গোপনীয়তা আমরা সর্বোচ্চ নিরাপত্তা প্রদানে বাধ্য। তাদের মেইল আইডি বা মোবাইল নাম্বার বা অন্য যে কোন তথ্য প্রকাশ করা বা তৃতীয় কোন পক্ষের কাছে বিক্রি আমাদের পলিসির বাহিরে। তাই ব্যবহার কারী প্রত্যেকে এখানে নিশ্চিন্তে পদ চারণা করতে পারবেন । আর আমাদের এই কাজ সম্পূর্ণ অলাভজনক ও বিজ্ঞাপন প্রদর্শনহীন।

আমাদের সাইটের লিখা কপি করতে...

আপনি নিম্নের শর্ত মেনে আমাদের সাইটের লিখা কপি করতে পারবেন।
১। লিখাটির শুরু থেকে শেষ অবধি কোনরূপ পরিবর্তন করা যাবে না।
২। প্রতিটি লিখা শেষ হওয়ার পর নিচে লিখকের নাম, বইয়ের নাম ও পৃষ্ঠা নম্বর এবং ডাউনলোড লিংক সহ থাকতে হবে।
৩। যেহেতু লিখাগুলো দাওয়াতে ইসলামীর প্রকাশনা প্রতিষ্ঠান মাকতাবাতুল মদীনা কর্তৃক প্রকাশিত তাই আমাদের মূল লিখক, বইয়ের নাম ও ডাউনলোড লিংক দেয়া কর্তব্য। নিজের নামে/সাইটের নিজস্ব লিখা হিসাবে চালানো একটি গর্হিত কাজ।
৪। আপনি যে সাইটে কপি করবেন সেটি ইসলামিক সাইট হতে হবে।
৫। আপনার সাইটে কোনরূপ ব্যবসায়িক কর্মকান্ড থাকতে পারবেনা। পারবেনা  কোন বিজ্ঞাপন প্রদর্শনী। সম্পূর্ণ অলাভজনক হতে হবে।

আমাদের সাথে কাজ করার সুযোগ

আমাদের লক্ষ্য ও উদ্দেশ্যকে সমর্থন করেন এমন যে কেউ আমাদের সাথে কাজ করতে পারবেন। আমাদের লক্ষ্য উপার্জনমূলক নয়, সেবামূলক। এটি অবশ্যই মনে রেখে আসতে হবে। যদি পারিশ্রমিক নির্ধারণ হয় তবে সেটি ভিন্ন বিষয়। স্বেচ্ছাশ্রমের আগ্রহ নিয়েই  আসতে হবে প্রথমে।
আপনার দ্বারা তৈরিকৃত টেক্সট অবশ্যই আপনার নামেই পাবলিশ হবে। যদিও নাম পাবলিশ আমাদের মুখ্য উদ্দেশ্য নয়।



একটি সুন্দর  জীবনের জন্য...